ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঞ্চালনায় পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, থানার ওসি (তদন্ত), প্রেসক্লাবের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে কোথাও আইন শৃঙ্খলার কোন অবনতি ঘটে নাই এবং নিয়মিত তদারকীতে রয়েছেন বলে ইউপি চেয়ারম্যানগন জানান।
প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান সভার আলোচনায় বলেন, বাংলাদেশের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা সম্প্রীতির জন্য উদাহরন। উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের কর্মকার বাড়ীতে পরিত্যাক্ত ঘরে আগুন লাগার বিষয়টি নিয়ে কিছু লোক তদন্তের আগেই ফেসবুকে মিথ্যা তথ্য ও ভিডিও পোষ্ট করে যেমনিভাবে সম্প্রীতি নষ্টে অপচেষ্টা করছে, ঠিক তেমনিভাবে কয়েকজন সংবাদকর্মী জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দিনব্যাপী তদন্তের বিষয়টি না জেনে ভূল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ এমনকি সংঘর্ষও হতে পারত্ োকিন্তু প্রশাসনের সজাগ দৃষ্টি ও কঠোর মনোভাবের কারনে তা হয়নি।
পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, ফরিদগঞ্জ থানা পুলিশের কর্মকান্ডে মনে হয় না আইন শৃঙ্খলা স্বাভাবিক। দুর্গাপুজার সময় ভালো ভূমিকার জন্য ধন্যবাদ জানালেও থানা পুলিশের অন্যান্য কর্মকান্ড নিন্দনীয়। থানার ওসি শহীদ হোসেনের প্রত্যাহারের দাবী জানান তিনি। গুপ্টির জরাজীর্ন ঘর অনাকাঙ্খিতভাবে আগুনে পুড়ে যাওয়ার বিষয়ে বলেন, ফেসবুক ও সংবাদ মাধ্যমে ভূল ও মিথ্যা তথ্য দিয়ে যারা সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে, ফরিদগঞ্জে পরিবেশকে অস্থিতিশীল করতে চেয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিৎ।
নির্বাহী কর্মকর্তা শিউলি হরি আলোচনায় সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনাকালীন বিপর্যয়ের পর দেশ যখন স্থিতিশীল হয়ে উঠছে ঠিক তখনই একটা দুষ্ট চক্র কুমিল্লায় কোরআন অবমাননা করে সাধারন মুসলমানদের ভূল তথ্য দিয়ে দাঙ্গা হাঙ্গামা এবং নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। আমি হিন্দু হলেও জানি এবং মানি ইসলাম শান্তির ধর্ম। কিন্তু কোন মুসলমান ব্যক্তি কোরআন অবমাননা করে দেশের দুটি ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশকে অশান্ত করে তুললে তার শাস্তিও কঠিন হবে। সরকার এ সকল ষড়যন্ত্র রুখে দিতে সচেষ্ট রয়েছে। বিভিন্ন ধর্মের হলেও আমাদের একটাই পরিচয় আমরা অভিন্ন এবং আমরা বাঙ্গালী, আমাদের ভাষা এক, পতাকা এবং মানচিত্র এক।
সভার সভাপতি জাহিদুল ইসলাম রোমান বলেন, স্বাধীনতা বিরোধী একটা চক্র বরাবরই তাদের বিভিণ্ন অপকৌশলে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টায় লিপ্ত। দেশে পদ্মাসেতু, কর্নফুলি টানেল, মেট্রো রেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রজেক্টে সরকারের সফলতাকে যারা পছন্দ করে না, দেশ এবং মানুষের উন্নতি যাদের গায়ে জ্বালা ধরায় তারাই দেশকে অস্থিতিশীল করে তোলে। দেশ এবং সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ধর্মীয় ইস্যু তৈরী করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি জামাত। গুপ্টির কর্মকার বাড়ীতে একটি ঘর আগুনে পুড়ে যাওয়ার ঘটনা প্রশাসন জানার আগেই ফেসবুকে মিথ্যা তথ্যদিয়ে ভিডিও ভাইরাল করে আবার অন্য একটি চক্র সরকার এবং প্রশাসনকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। তারাও দুষ্কৃতিকারী, উভয় ধর্মেই কিছু সুবিধাবাদী, দুস্কৃতিকারী, জঙ্গিবাদ ও উগ্রবাদী রয়েছে। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন, সাধারন মানুষের ও সজাগ দৃষ্টির কারনে অনভিপ্রেত ঘটনা থেকে রেহাই পেয়েছে ফরিদগঞ্জবাসী। দুষ্টচক্রকে রুখে দিয়ে বঙ্গবন্ধুর সেনার বাংলা গড়তে হবে।
তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে আগামীতে যেন কোন ধরনের নৈরাজ্য এবং সম্প্রীতি বিনষ্টের ঘটনা কেউ ঘটাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
ফম/এমএমএ/