ধর্মীয় প্রতিষ্ঠানে গেল চাঁদপুরের কোরবানির পশুর চামড়া

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: বিগত বছরগুলোতে পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির পশুর চামড়া বিক্রি হলেও এবছর অধিকাংশ চামড়া মাদ্রাসা ও এতিমখানায় দান করেছেন লোকজন। পরিস্থিতি দেখে মনে হয়েছে চামড়ার কোন মূল্যও নেই। শহরের বিভিন্ন স্থানের চিত্র দেখে এমনটিই মনে হয়েছে।

বৃহস্পতিবার (২৯জুন) ঈদুল আযহার দিন দুপুরের পরে শহরের অধিকাংশ বাসা বাড়ীর সামনে চামড়া পড়ে থাকতে দেখাগেছে।

বেলায় ১১টার দিকে শহরের স্টেডিয়াম রোড, মিশন রোড, নিউ ট্রাক রোড, পালপাড়া, বঙ্গবন্ধু সড়কে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের রশিদ দিয়ে চামড়া সংগ্রহ করতে দেখাগেছে। বিকেল পর্যন্ত এসব এলাকায় তারা চামড়া সংগ্রহ করেন।

অন্য বছর সকাল থেকে কিছু মৌসুমী চামড়া ব্যবসায়ী দেখাগেলেও এ বছর কোন ব্যবসায়ী দেখা যায়নি। চামড়ার মূল্য কত জানার জন্য এই ধরণের কোন ব্যাক্তিকে খুঁজে পাওয়া যায়নি। আর ছাগলের চামড়ার খোঁজও নেয়নি কেউ।

শহরের মাদ্রাসা রোডের মিজানুর রহমান লিটন ভুঁইয়া কোরবানি করেছেন ভাগিদার নিয়ে। তিনি জানান, চামড়া ক্রয় করার জন্য কেউ আসেনি। যে কারণে পুরান বাজার জাফরাবাদ মাদ্রাসায় চামড়া দান করে দিয়েছে। আমাদের ভাগিদার সকলেই একমত হওয়ায় দান করা সম্ভব হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠান এসব চামড়া সংগ্রহ করে সর্বশেষ বিক্রি করেন পালবাজারে থাকা পাইকারী ব্যবসায়ীদের কাছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম