দ্রোহকাব্য

—যুবক অনার্য
১.
কিছুই পারি নি পারবো না জানি
মৃত্যুর মুহুর্তকাল পূর্বে তবু
সাজানো সত্যের শরীরে লাথি মেরে একবার শুধু একটিবার
ভুবন কাঁপানো চিৎকার দিয়ে যাবো
২.
ফেরারি হয়েছি
ফিরবো না
যে পর্যন্ত না উঠোনে আমাদের
বাক্ বাকুম পায়রা ফিরে আসে
৩.
ওরা আমাকে ভয় পায়
কারণ আমি এখনো
‘মানি না’ বলতে পারি
৪.
পল্টনে আবার গুলির আওয়াজ হলে দেখা হবে রাজপথে
৫.
সবকিছু নিতে পারো নিয়ে নাও
শুধু আপস করতে হবে- অই কথা
কখনো বলো না
৬.
মিছিলে কাঁপছে রাজপথ
এখন সময় নয়
মাংসের গন্ধ শুঁকে শুঁকে
কবিতা লিখবার
৭.
একটি গান আর একটি কবিতায়
লিখে যাবো- প্রিয়তমা স্বদেশ আমার  তোমাকে ভালোবেসে আমি
খুন হতে চেয়েছিলাম
তোমাকে ভালোবেসে আমি
খুনি হতে চেয়েছিলাম
৮.
প্রতিটি রাষ্ট্রীয় বুলেটে
লাশ পড়ে জনতার
মৃত্যু হয় রাষ্ট্রের
৯.
রক্তাক্ত পাঁজর মানে আমি
বুকেটবিদ্ধ লাশ মানে আমি
তারপর স্বাধীনতা মানেও আমি
১০.
কোকিল কুহু ডাকবে
আর বসন্ত আসবে না- তাই কি হয়!

ফোকাস মোহনা.কম