মতলব উত্তর (চাঁদপুর): পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম বলেছেন, বর্তমানে দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তবে এটা বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক সমস্যার কারনেই মূলত বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এটাকে পুঁজি করে একটি মহল ও কিছু মিডিয়া গল্প বানিয়ে সরকারকে বিপাকে ফেলতে চাইছে।
বুধবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কায় ১৫.১%, পকিস্তানে ১২.২% ও বাংলাদেশে দ্রব্যমূল্য বেড়েছে ৬.১%। এটা ওয়ার্ল্ড রিপোর্ট। বাংলাদেশে বৃদ্ধির কারণে তেল, চাল, ডাল ও চিনিসহ বেশ কয়েকটি পণ্যের ভ্যাট কমিয়ে দিয়েছে সরকার। যাতে করে জনগণ এর সুবিধা পায়। যাতে জনগণের কস্ট না হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য সহ রজমানের পন্যের দামও কমানোর লক্ষ্যে ঘাটতি দিয়ে আমদানি করছেন। এসব ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই তৎপর। দ্রব্যমুল্য বাড়া কারো দোষ নয়, এটা কোভিড-১৯ এর কারণে বেড়েছে। ইংল্যান্ডে কখনো ১.৫% এর উপরে উঠে নাই আর এখন তাদের ৯% বেড়েছে। সুতরাং এটা বৈশ্বিক সমস্যা। সরকার যতটা পারছে মোকাবিলা করছে।
তিনি বলেন, এই দ্রব্যমূল্য বৃদ্ধিটাকেই কিছু কিছু মিডিয়া, কিছু কিছু পত্রপত্রিকা চেষ্টা করছে গোপনে বাসন্তির কাহিনী সাজানোর জন্য। ১৯৭৪ সালে কিছু মিডিয়া তুলে ধরেছিল বাংলাদেশ অন্য নেই বস্ত্র নেই মানুষ না খেয়ে মরছে। আর এই খবরে সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশে এই অবস্থা। সেইরকম ষড়যন্ত্র ও দুরহসন্ধি সৃষ্টি করার চেষ্টা চলছে। এর থেকে আপনাদের সকলকে সচেতন হতে হবে। এই সরকার জনগণের সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব
উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জমিদাতা ইষ্ট কেন্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ সাকেল।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটির সহসম্পাদক আরিফ উল্লাহ সরকার, গজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, গজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ছানাউল্লা মোল্লা প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কৃষক লীগ নেতা আনোয়ার হোসেন।
ফম/এমএমএ/