দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি!

।। মোঃ আকতার হোসেন ।। হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত দুর্ভোগ পড়েছে দেশের জনগণ। আবার সহসা এই সমস্যা থেকে মুক্তি মিলবে বলে মনেও হচ্ছে না। সরকারি বাজার মনিটরিং কমিটি, ভোক্তা অধিকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, মূল্য নিয়ন্ত্রণে সরকারি সতর্কবার্তা, টি.সি.বির ভোগ্যপণ্য বিক্রয় কর্মসূচী ইত্যাদি কার্যক্রম সাময়িকভাবে কিছুটা ফলপ্রসূ হলেও সময়ের ব্যবধানে তা আবার ‘যেই লাউ সেই কদু’। কেন বার বার এমন হচ্ছে? কেন অবৈধ সিন্ডিকেট ব্যবসার কবলে জিম্মি রয়েছে সাধারণ ভোক্তা শ্রেণী? চাল,ডাল, তেল,চিনি, পেঁয়াজ এর মত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য একাধারে অস্বাভাবিকভাব বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোগ্য পণ্যের দাম কতটা বাড়ে আর দেশীয় বাজারে তার দাম কত টুকু বাড়ে এবং তা কত দ্রুত বাড়ে তা মূল্যায়ন করার সময় এসেছে। গণ মাধ্যমে মূল্য বৃদ্ধির সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে এই নিত্যপণ্যের মূল্য আরো বেড়ে যায়। এতে সাধারণ জনগণের দুর্ভোগ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।
দেশের আইন শৃঙ্খলাবাহিনী ইতিপূর্বে জঙ্গি, সন্ত্রাসী, অর্থপাচারকারীসহ দেশ বিরোধীদের দমনে ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছে। কিন্তু কেন সিন্ডিকেট ব্যবসায়ীদের মত জনগণের রক্ত চোষাদের দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণে সফল হচ্ছে না তা বোধগম্য নয়।
পর্দার আড়ালে থাকা মুষ্টিমেয় স্বার্থান্বেষী মহলের চেয়ে দেশের বৃহত্তর জনগণের স্বার্থ অনেক বড়। যেভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম  লাগামহীন ভাবে বাড়ছে তাতে তাদের কষ্টার্জিত মাসিক আয়ে সংসার অনেকটা সার্কাসের সং এর মতো পরিণত হয়েছে। বাজার মনিটরিং এ সরকারি পর্যায়ে লোকবলের অভাব, অদক্ষতা, সিন্ডিকেটের হাতে জিম্মি বাজার ব্যবস্থাপনা এবং সঠিক কর্ম পরিকল্পনার ঘাটতি এ সমস্যাকে দীর্ঘ হতে দীর্ঘায়িত করছে। অথচ এ জনগুরুত্বপূর্ণ ব্যাপারটি দেখার মতো সরকারিভাবে কার্যকর কোন ভূমিকা খুব একটা দৃষ্টিগোচর হচ্ছে না।
বিভিন্ন মিডিয়ায় দু’চারটা প্রতিবেদন প্রকাশিত হলে সরকারের ঊর্ধ্বতন মহল কিছুটা নড়ে চড়ে বসে এরপর আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যায় সব কিছু। এতে জনসাধারণের মনে প্রশ্ন জাগে,‘আমরা কি হীরক রাজার দেশে বাস করছি?’ যা মোটেও কাম্য নয়। উন্নয়নের মহাসুখে  অবস্থানরত,জনগণের সুখ দুঃখই যদি দৃষ্টি বর্হির্ভূত রয়ে যায় তবে তা কতোটা গ্রহণযোগ্য তা প্রশ্নবিদ্ধই রয়ে যাবে সবার কাছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ পাগলা ঘোড়াকে লাগাম টেনে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষগুলোর জীবন যাত্রা সহজ ও সাবলীল করতে সরকারিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ একান্ত কাম্য।
লেখক: সাংবাদিক ও কলাম লেখক।
ই-মেইল: akhter.newsbd@gmail.com

ফোকাস মোহনা.কম