বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এর মধ্যে ২০ ইউপিতে ভোট হবে ইভিএমে। আর বাকি ৮২৮ ইউপিতে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হবে।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ১৭টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি (জেপি), কংগ্রেস, জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাসদ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ইসলামী ঐক্যজোট ও ন্যাশনাল পিপলস পার্টি।
ইউপি নির্বাচন উপলক্ষে ৬৭০ জন ম্যাজিস্ট্রেট মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা নির্বাচনের আচরণবিধি প্রতিপালনের বিষয়টি কঠোরভাবে দেখভাল করবেন। আজ থেকেই মাঠে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকও হয়েছে।
ফম/এমএমএ/