দৈনিক প্রিয় চাঁদপুর প্রত্রিকার ৩য় বর্ষে পদার্পণে মতলব উত্তরে কেক কাটা ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রিয় চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর প্রত্রিকার ২য় বর্ষ শেষে ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর )সকালে মতলব উত্তর উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা আয়োজন করে প্রিয় চাঁদপুর পরিবার। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার ভূমি আল এমরান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।

মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলুর সভাপতিত্বে এবং প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান ডলার, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূইয়া, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, সাবেক সদস্য সচিব মমিনুল ইসলাম মমিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গ জেব, সাংবাদিক আরাফাত আল-আমিন, শহিদুল ইসলাম খোকন, জহিরুল ইসলাম মিন্টু, মনিরুল ইসলাম মনির, বাবুল মুফতি, লিয়াকত হোসেন, সফিকুল ইসলাম রানা, সুমন আহমেদ, কামরুল হাসান রাব্বি, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, সুলতানাবাদ ইইনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম