চাঁদপুর : ১ জানুয়ারী ২০২৩ খ্রীষ্টাব্দ। ২৮ বছর ফেরিয়ে ২৯ বছরে পা রাখল দৈনিক চাঁদপুর সংবাদ। ইতিহাস গড়ার এইদিনে মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। এ মাহেন্দ্রক্ষণে সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা।
১৯৯৫ সালের ১ জানুয়ারী ‘বস্তুনিষ্ঠ সংবাদ’ এর দৃপ্ত অঙ্গীকার নিয়ে প্রথমে সাপ্তাহিক হিসেবে পত্রিকাটি যাত্রা শুরু করে। পরে ২০০১ সালের ১০ সেপ্টেম্বর তারিখে দৈনিকে উন্নীত হয়। আজকের উদ্দীপণাময় যাত্রার মধ্য দিয়ে চাঁদপুর সংবাদ ২৮তম বর্ষপূর্তি করলো।
গত ২৮টি বছর চাঁদপুর সংবাদকে চাঁদপুরবাসী গ্রহণ করেছে পরম মমতায় আর ভালবাসায়। এর লিখনীর বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতায় সামান্যতম কালো আঁচড় লাগেনি। রাষ্ট্রীয়, স্থানীয় রাজনীতিক, সামাজিক, অর্থনৈতিক এবং নানাবিধ সমস্যাগুলো তুলে ধরেছে চাঁদপুর সংবাদ। কোন গোষ্ঠী কিংবা ব্যক্তি স্বার্থের বলয়ে থেকে সংবাদ প্রকাশ করেনি পত্রিকাটি। আগামী দিনেও এই অঙ্গীকারে অবিচল পত্রিকা পরিবার। চাঁদপুরের সমস্যা ও সম্ভাবনার কথা চিহিৃত করে পাঠকের প্রত্যাশা মিটিয়েছে পত্রিকা। প্রকাশিত সংবাদের কারণে অসংখ্য সমস্যাদির সমাধানও হয়েছে। চাঁদপুরের ৮ উপজেলায় কর্মরত চাঁদপুর সংবাদের কলম সৈনিক নিজস্ব প্রতিবেদকরা এবং প্রধান কার্যালয়ে কর্মরত সংবাদকর্মিরা দিন-রাত পরিশ্রম করে এগিয়ে নিচ্ছে চাঁদপুর সংবাদকে।
অবিরাম পথচলায় শুরু থেকেই পেয়ে আসা পত্রিকার অসংখ্য পাঠক, শুভানুধ্যায়ী, এজেন্ট এবং সংবাদপত্রসেবীর শুভ কামনা অব্যাহত থাকবে এই মাহেন্দ্রক্ষণে এটাই আমাদের প্রত্যাশা।
ফম/এমএমএ/