দেশ গড়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকলে আন্দোলনের প্রয়োজন হয় না

চাঁদপুর: চাঁদপুরে লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রূপালীর পক্ষ থেকে ৪’শ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শীতবস্ত্র বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশ গড়ার বিষয়ে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে ২০২৪ সালের যে আন্দোলনটি হয়েছিল সেটি প্রয়োজন ছিল না। মুক্তি এবং ন্যায় বিচারের স্বার্থে আমরা সবাই এক এবং অভিন্ন। আজ শীতবস্ত্র বিতরণ কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার একটি অংশ। শীতার্ত মানুষদের শীত থেকে মুক্তি দিতে যে বস্ত্র আজ দেওয়া হচ্ছে সেখানে একটি সামাজিক সাম্যতা তৈরি হচ্ছে। লায়ন্স ক্লাবের এই মহতি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

জেলা প্রশাসক লায়ন্স ক্লাবের আগামীর পরিকল্পনা হাসপাতাল তৈরীর বিষয়ে পরামর্শে বলেন, চাঁদপুর শহরে বর্তমানে ১৫০ টির অধিক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। আমরা বিশ্বাস করি এতগুলি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এর প্রয়োজন নেই। তারপরেও লায়ন্স ক্লাবের হাসপাতাল তৈরি বিষয়টিকে স্বাগত জানাই। আমার পরামর্শ চাঁদপুরে ব্যাতিক্রমী হাসপাতাল তৈরি করার। ধনী গরীব সকল শ্রেণীর মানুষ বর্তমানে কিডনি ডায়ালাইসিসের খরচ বহন করতে সমস্যায় পরেন। কিছু কিছু সময় দেশের বড় বড় হাসপাতালে রোগী ভর্তি করাটাও একটি কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। আমি অনুরোধ করব ব্যতিক্রমী একটি হাসপাতাল তৈরি করলে অন্তত এই অঞ্চলের মানুষ কিছুটা হলেও উপকৃত হবে।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রূপালীর প্রেসিডেন্ট মো. খোরশেদ আলম বাবলুর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিও বি-৩ ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সাব্বির মোহাম্মদ সায়েম, ইউকে ঢাকা এলামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট লায়ন প্রফেসর ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, লায়ন ক্লাবের প্রতিষ্ঠাকালীন চেয়ারপারসন লায়ন ডা. সিরাজুল হক চৌধুরী, ইউকে ঢাকা এলামনাই এসোসিয়েশনের ট্রেজারার অজিত সাহা, জেলা সাব-রেজিস্টার আব্দুর রাজ্জাক, লায়ন শহিদুল ইসলাম ও লায়ন নাদিরা মল্লিক।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের সাথে লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালির সকল সদস্যরা পরিচিত হন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রধান অতিথি। এসময় সংগঠনের এই ধরনের কার্যক্রমকে সাধুবাদ এবং আগামীতে তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম