করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৬৮ জনে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পাওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২৩৩ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে।
তবে কমেছে শনাক্তের হার। দেশের ৮১৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি। শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এর চেয়ে কম শনাক্ত ছিল গত ৭ মার্চ। সেদিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ। এ নিয়ে টানা চার দিন শনাক্তের হার ৫ শতাংশের নিচে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিগত চার মাসের মধ্যে সর্বোনিম্ন মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তার। ওই দিনের তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়ে। এটি চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত ২৭ মে। সেদিন মারা যান ২২ জন।
এর আগে বুধবারের তথ্য ৩৬, মঙ্গলবার ২৬, সোমবার ২৬, রবিবার ৪৩, শনিবার ৩৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
ফম/এমএমএ/