দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) ৭ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন ২৭ হাজার ৭৩৭ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৬ জনের।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৬৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।

এর আগের দিন বুধবার দেশে করোনায় মারা যায় ১৭ জন। সেদিন করোনা শনাক্ত হয় ৫১৮ জনের।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম