দেশে এলপিজি’র পর্যাপ্ত মজুদ আছে : বিইআরসি চেয়ারম্যান

চাঁদপুর : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেছেন, দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ আছে। বেশি দামে বিক্রি করবেন কেন? কেউ গ্যাস বিক্রি করে রশিদ দিবেন না কেন? কেউ রশিদ না দিলে তার থেকে কিনবেন না। দেশে অনেক কম্পানী আছে কারো কাছে জিম্মি হওয়ার কারণ নেই।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কোথাও ঘাটতি নেই জানিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা ঢাকায় মিটিং করেছি চলতি মাসের দুই তারিখ। তারা বলছে বর্যাপ্ত এলজিপির মজুদ আছে। কেন রাতারাতি বড়লোক হতে গিয়ে দুই নম্বরী করতে হবে। যারা এসব কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, স্বাধিনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ড. সৈয়দা বদরুন্নহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম অফিসের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত চাঁদপুরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রয়, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, জ্বালানি বিক্রয়কেন্দ্রসমূহে নিয়মতান্ত্রিক উপায়ে সেবাপ্রদানসহ সংশ্লিষ্ট পরিসেবা সচল রাখতে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম