চাঁদপুর: মা ইলিশ সংরক্ষণ অভিযান (৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর) সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি বক্তব্যে বলেন, দেশের স্বার্থে আমাদের উচিত মা ইলিশ রক্ষায় সবাই আন্তরিক হয়ে এই অভিযান সফল করার লক্ষ্যে কাজ করা। যাতে কোন জেলে কোন অবস্থাতেই মাছ ধরতে না পারে। কারণ মাছ ধরে ফেললে তো আমাদের সকল চেষ্টাই বৃথা। কাজেই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যে বক্তব্য দেই বাস্তবে যেন তার প্রতিফলন ঘটে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিন, কোস্টগার্ড প্রতিনিধি রুহান মঞ্জুর, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান , চাঁদপুর সদর মডেল থানার এসআই নাছির উদ্দিন, আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুভাষ চন্দ্র, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ ও সাংবাদিক ইব্রাহিম খান ।
এছাড়াও সভায় জেলেদের মাঝে চাল বিতরণ, অভিযান চলাকালীন নদীতে সকল ড্রেজার বন্ধসহ অভিযান চলাকালীন সময়ে নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
ফম/এমএমএ/