দেশের গণতন্ত্র সুসংহত রাখতে তারেক রহমানের বিকল্প নেই : মোস্তফা খান সফরী

চাঁদপুর: সাবেক ছাত্রনেতা, চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, দেশের গণতন্ত্র সুসংহত রাখতে এবং জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য দেশ পরিচালনায় তারেক রহমানের বিকল্প নেই।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে নিজ বাড়িতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের মানুষই ঠিক করবে কোন দল দেশ পরিচালনা করবে। তাই দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি করছি। দেশের মানুষ আওয়ামী লীগকে কখনো ক্ষমতায় চায়নি। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। দেশের বিচার বিভাগ, সেনাবাহিনী, পুলিশ এবং গণতন্ত্র ধ্বংস করে এই দলের নেত্রী পালিয়ে যায়। সেই ভুয়া দলকে এখন আর দেখা যায় না।

তিনি আরো বলেন, তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্র নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে অন্তর্বর্তী সরকার এখনো উদাসীন। তাই অবিলম্বে আমাদের দেশের জনগণের প্রিয়নেতা তারেক রহমানকে দেশে দ্রুত ফিরিয়ে নিয়ে আহ্বান জানাচ্ছি। তাকে ফিরিয়ে এনে দ্রুত নির্বাচন দিতে হবে এবং তাহলেই দেশ শান্তির দিকে যাবে।

মোস্তফা খান সফরী বলেন, ‘শেখ মুজিবুর রহমান ৭২ এ ক্ষমতায় এসে রক্ষীবাহিনী গঠন করেন। বাকশাল করে অন্যসব দল নিষিদ্ধ করেন। তার মেয়ে শেখ হাসিনা বাবার মতো দেশকে একদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে সবকিছু ধ্বংস করেছেন। সবশেষ জনরোষে পড়ে পালিয়ে গিয়ে নিজের জীবন ঠিকই রক্ষা করেন। অথচ দলের নেতাকর্মীদের বিপদে ফেলে যান। তিনি সর্বোপরি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সকল সৈনিক তথা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের কে আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করার আহবান জানান।

এ সময় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আশরাফ আহমদ, কামাল পাটোয়ারী, কারুজ্জামান হাসানাত, সুকুমার রায়, আবু আহমেদ, সেলিম তহশীলদার, ফারুক মাল, শরীফ হোসেন কবিরাজ, মনির হোসেন খান, হারুন ভাট, শামীম মজুমদার, ইব্রাহিম প্রধানিয়া, মো. তমিজ প্রধানীয়া, আইয়ুব কাজী, হাছান বেপারী, জিয়াউর রহমান সোহেল, মামুন ভূইয়া, মহসীন তপদার, জাকির চাপলাশী ও আহমেদ দর্জি প্রমুখ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম