কচুয়া (চাঁদপুর): বাংলাদেশ জামায়াতে ইসলামের কচুয়া উপজেলা ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর শাখার আয়োজনে বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মিসবাহ’র সভাপতিত্বে সেক্রেকারি মোহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলার নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসেন, সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, উপজেলার নায়েবে আমীর মাস্টার সিরাজুুল ইসলাম।
এসময় বক্তরা বলেন, দেশের উন্নয়ন ও শান্তি শৃঙ্খলার জন্য জামায়াতের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করতে জামায়াতের সকল কর্মীদের প্রতি আহ্বান জানান।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর সভা,ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/