দেশকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে লাঙ্গল মার্কার প্রার্থীদের বিজয়ী করুন

নেতাকর্মীদের সাথে  মতবিনিম্ন সভায়: হারন আর রশীদ

চাঁদপুর:  চাঁদপুরের কৃতি সন্তান  ও জাতীয় পার্টির  চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর আর  রশীদ  বলেছেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির  লাঙ্গল মার্কার প্রার্থীদের বিজয়ী করে জাতীয় পাটি কে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য এখন থেকে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পাশা পাশি চাঁদপুর জেলা বাসীকে আগামী নির্বাচনে জাতীয় পাটির প্রাথীদের  বিজয়ী করার আহ্বান জানান

তিনি চাঁদপুর জেলার বাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে দেশে যে অন্ধকার আলোর দেখা যাচ্ছে, তা থেকে  দেশ ও জাতিকে রক্ষা করার জন্য একমাত্র ভরসা জাতীয় পার্টি ।  বিগত দিনের ন্যায় দেশ ও জাতির কল্যাণে যেভাবে জাতীয় পার্টি জনগণের পাশে ছিলো,  আগামীতেও থাকবে।

হারুন আর রশিদ গতকাল চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতা কর্মীদের সাথে এক মত বিনিময়  সভার প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার ( ১৮ জুলাই)  দুপুরে শহরের ষোলঘরস্হ অ্যাডঃ আঃ লতিফ শেখের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক অ্যাডঃ  আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে উক্ত মতবিনিময়  সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবুল কালাম আজাদ টুলু,  চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির  হোসেন হিরু,  সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান চাঁদপুর পৌর জাতীয় পার্টির সদস্যসচিব  ফেরদৌস খান, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, জেলা জাতীয় পার্টির যুব বিষয় সম্পাদক হান্নান ঢালী, জেলা ছাত্র সমাজের আহবায়ক শরীফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব অ্যাডঃ আরিফ হোসেন,  সাইবার পার্টি নেতা  মাইনুল ইসলাম,মৈশাদী  ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি পলাশ খান প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে চাঁদপুরের   এই কৃতি সন্তান ও জাতীয় পার্টির চেয়ারম্যানের  উপদেষ্টা মোঃ হারুনুর আর  রশিদ চাঁদপুর এসে পৌঁছালে চাঁদপুর জেলা জাতীয় পার্টি নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম