দেলোয়ার হোসেন সাঈদী ও ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে দোয়া মাহফিল 

চাঁদপুর: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, চাঁদপুর সদর এর আয়োজনে তাফসীর জগতের সম্রাট, বিশ্ব বরেণ্য মুফাচ্ছিরে কুরআন, কুরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের স্বরণে দোয়া মাহফিল  অনুষ্ঠিত  হয়।
দোয়াগীর হিসেবে দোয়া ও আলোচনা করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফ এর পীর সাহেব  আল্লামা খাজা মোঃ অলিউল্লাহ।
প্রধান আলোচকের আলোচনায় করেন কচুয়া নিশ্চিন্তপুর ডি এস ইসলামীয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস
আলহাজ্ব হজরত মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, সাদ্রা মাদ্রাসার অধ্যক্ষ আবুবকর, চাঁদপুর সদর উপজেলা জামাতে ইসলামীর আমির আফসার উদ্দিন মিয়াজীসহ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার দায়িত্বশীলগন আলোচনা করেন।  দোয়া ও মাহফিল পরিচালনা করেন  মাওলানা মোজাম্মেল হোসেন আনছারী।
আলোচকেরা বলেন আঘাত প্রাপ্ত হয়েও আল্লাহর নবী বলেছিলেন আল্লাহ এরা আমারই বংশধর  এরা আমারে বুঝেনা মনে করেছে আমি ওদের মত সাধারণ মানুষ।  এদেরকে যদি ধ্বংস করেদেন তাহলে আমি কাদের কাছে ইসলামের দাওয়াত পৌছাবো।  এদের হেদায়েত দান করুন।
তারা বলেন, আমাদেরকে মহান আল্লাহর পথে চলতে হবে। রাসুল (সঃ) এর জীবনী অনুস্বরণ করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোর আনের দাওয়াত দেওয়ার কারণে দীর্ঘ ১৩ বছর আয়না ঘরে থাকতে হয়েছে।  অনেক আলেম তার পক্ষে কথা বলায় চাকরি হারাতে হয়েছে। আমরা প্রতিশোধ নয়। বরং ইসলামের শান্তির দাওয়াত  সকলের কাছে পৌছে দিয়ে দিতে চাই।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম