দেবীর আসনে মাকে পূজা দিলেন সন্তানেরা

ফরিদগঞ্জ  (চাঁদপুর): মাকে ফুলের মালা পরিয়ে মায়ের চরণের প্রনাম নিবেদন করে মাকে পূজার মাধ্যমে মাতৃভক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সনাতন ধর্মালম্বী সন্তানেরা। শ্রী শ্রী শ্যামা কালীপূজা উপলক্ষে ১২ নভেম্বর নিজের মাকে সম্মান জানানোর এই প্রথমবারের মতো ব্যতিক্রমী আয়োজন করেছিল কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কমিটি।

সবার প্রত্যাশা, মাকে শ্রদ্ধা জানানো যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। সব সন্তান যেন নিজের মাকে আজীবন শ্রদ্ধা-ভালোবাসায় ভরা সুখী জীবন উপহার দিতে পারেন। মায়ের চেয়ে আপন, মায়ের চেয়ে মহান এই পৃথিবীতে আর কেউ নেই।

সনাতন ধর্মবিশ্বাসে আসুরিক শক্তিকে পদ দলিত করে জাতিগত বিভেদ হিংসা হানাহানি ভুলে বাংলার আবহমান কালের অসম্প্রদায়িক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে মানুষ। মায়ের প্রতি সন্তানের থাকবে শ্রদ্ধা, ভক্তি, সম্মান ও ভালোবাসা। অনুষ্ঠানটি আয়োজনের ফলে এই মাতৃপূজায় উপস্থিত ভক্তবৃন্দ ও এলাকার সকল মহলে বেশ আলোড়ন তুলেছে। মায়েদের উপস্থিতি ছিলো ব্যাপক। মায়েদের পাশাপাশি বাবারাও উপস্থিত ছিলো। মাকে পূজা দেওয়ার জন্য কোন কোন পরিবারের একাধিক সন্তানও ছিলো।
সকলের বিশ্বাস ও প্রত্যাশা এবছরের ন্যায় প্রতিবছরই যেন এভাবে মাতৃপূজা আয়োজন করা হয়। মাতৃপূজা পরিচালনা করেন কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক ও পুরোহিত পন্ডিত শ্রী শঙ্কর চক্রবর্তী।

কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দে’র সঞ্চালনায় ও মন্দির কমিটির সভাপতি কৃষিবিদ ডাঃ কমল কান্তি মজুমদারের সভাপতিত্বে মাতৃপূজার উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন। স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির সাবেক সভাপতি ও কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঃ সমরেন্দ্র মিত্র, শুভেচ্ছা জানান ইউপি সদস্য মোঃ সেলিম জিতু।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুরের বেশ কয়েকজন প্রখ্যাত শিল্পী ও স্থানীয় কয়েকজন শিল্পীর পরিবেশনায় একটি মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সহ মন্দির কমিটির সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ, দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী এলাকার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মাতৃপূজা শেষে মায়েরা বাবারা ও সন্তানেরা এবং উপস্থিত ভক্তবৃন্দ শ্রী শ্রী কালী মায়ের পূজার ঘট ভরতে যান। অনুষ্ঠান শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম