হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জের বড়কুল পশ্চিম বাজারস্থ দেবীপুর বাজার থেকে রামচন্দ্রপুর বাজারস্থ ভুঁইয়া একাডেমি পর্যন্ত এক কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। প্রধান অতিথি টেলিকনফারেন্সে বক্তব্যের মাধ্যমে ১ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে এ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বুধবার (১৯ জুলাই) সকালে দেবীপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন ভুঁইয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং বাকি কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বানচন আসলেই দুষ্টচক্র জেগে উঠে। এদের বিষয়ে আপনারা স্বজাগ থাকবেন। এ দুষ্টচক্রকে প্রতিহত করবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাশেম (এম.এ হাসেম)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ নয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শামসুদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মজুমদার, সাবেক ছাত্রনেতা আকতার হোসেন বাবু প্রমুখ।
ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন, রামচন্দ্রপুর সিদ্দিকিা কাশেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ। এসময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী,সমর্থক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এদিন প্রধান অতিথি হিসেবে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম টেলিকনফারেন্সে কালচোঁ উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং রাজারগাঁও ইউনিয়নে রাজারগাঁও-মহামায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ফম/এমএমএ/