মতলব উত্তর (চাঁদপুর): প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২২ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
সাংবাদিক আরাফাত আল-আমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, যুবলীগ নেতা টিটু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মানবতার নেত্রী, বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই একজন আদর্শ নেত্রী। যিনি সবসময় দুঃখী মানুষের জন্য চিন্তা করেন। সারাদেশের অসহায় নারীদেরকে আর্থিক সচল করার জন্য তিনি বিভিন্ন প্রকল্প চালু করেছেন। ভিজিডি, ভিজিএফ, সেলাই মেশিন বিতরণ, মাতৃত্বকালীন ভাতা, নারী উন্নয়নে লোন প্রদান সহ নানান ধরনের সুবিধা দিচ্ছেন নারীদের।
তিনি আরও বলেন, দুস্থ নারী উন্নয়নে বিশ্বের মধ্যে সুনাম অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাদেরকে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ। এখন আবার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি পরিশ্রম করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
ফম/এমএমএ/