চাঁদপুর: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চাঁদপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
তিনি বক্তব্যে বলেন, দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়েছে, এর থেকে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহন ও বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। একই সাথে তারা তাদের জীবন রক্ষা করতে সক্ষম হবে। দেশের যে কোন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছে। দুর্যোগ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সুলতান আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ড উজ্জ্বল কুমার পাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (চঃদাঃ) সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অঃদাঃ) নিগার সুলতানাসহ জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
আলোচনা পূর্বে দিবস উপলক্ষ্যে একটি র্যালী এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফম/এমএমএ/