
চাঁদপুর: মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ক্বারী মোঃ সৈয়দ হোসেন এর হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১২নং ফরাজীকান্দি ইউনিয়ন নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে। দুর্নীতি, দুঃশাসনমুক্ত আদর্শ ইউনিয়ন গঠনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সৎ, যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে চায়। জনগণ দুর্নীত নয়, উন্নয়নের লক্ষ্যে আদর্শ ইউনিয়ন গঠনে জনবান্ধব ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে চায়। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি বন্ধ করতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে প্রার্থী দিয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে দুর্নীতিবাজদের পরাজয় হবে ভেবেই ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। জনগণের সাথে ভোটের নামে তামাশা বন্ধ করে ভোটের অধিকার ফিরিয়ে দিন।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে ক্বারী মোঃ সৈয়দ হোসেন এর হাতপাখার পক্ষে প্রচারণার অংশ নিয়ে আইএবি জেলা সেক্রেটারী কে. এম ইয়াসিন রাশেদসানী উপরোক্ত কথা বলেন।
চরমাছুয়া, লেগুনাস্ট্যান্ড, জনতা বাজার, আমিরাবাদ, কাপ্তান বাজার, সরদারকান্দী, বাদামতলী, ছোট হলদিয়া, নতুনবাজারে হাতপাখার ব্যাপক গণসংযোগ হয়। ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিয়ে ২৮ তারিখ উন্নয়নের পক্ষে ভোট দেয়ার প্রত্যয় ব্যক্ত করে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহবুব ইমরান মাসুম, উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আশরাফ আলী, সহ-অর্থ সম্পাদক আবু সুফিয়ান, কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান সরকার প্রমুখ।
ফম/এমএমএ/