দুর্ঘটনা এড়াতে চাঁদপুরের পদ্মা-মেঘনায় রাতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ

চাঁদপুর: নদীপথে দুর্ঘটনা এড়াতে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় রাতের বেলায় বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যদিও এরই মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকটি বাল্কহেড চলাচল করেছে বুধবার (৯ মার্চ) রাতে। এমন পরিস্থিতিতে নদীতে টহল দিতে গিয়ে কোস্টগার্ডের চোখে ধরা পড়ে সাতটি বাল্কহেড।

এ সময় সেখানে উপস্থিত চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী এসব বাল্কহেডের বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু সংশ্লিষ্ট চালক এবং মালিকপক্ষ তা দেখাতে ব্যর্থ হন।

পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাত বাল্কহেড থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়, রাতের বেলায় ফের চলাচল করা হলে এসব বাল্কহেড জব্দ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বালুভর্তি বাল্কহেড রাতের বেলায় চলাচলের কারণে মাঝেমধ্যে নৌপথে দুর্ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনা এড়াতে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পদ্মা ও মেঘনায় রাতের বেলায় বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেন।

এরপরই তৎপর হয়ে ওঠে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম