দুই হাজার কিলোমিটার সড়ক সংস্কার করবে চাঁদপুর এলজিইডি

চাঁদপুর: ‘‘ মুজিব বর্ষের অঙ্গীকার, মড়ক হবে সংস্কার’’ এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ত চলতি ২০২১ সালকে ‘‘রক্ষণাবেক্ষণ মাস’’ ঘোষনা করেছে। তারই পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলায় প্রায় ২ হাজার কিলোমিটার সড়ক সংরক্ষণ এবং সংস্কার করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলার বালিয়া- ফরাক্কাবাদ সড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের মধ্যদিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।

এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

একইসাথে করোনায় সৃষ্ট বেকারত্ব নিরসনের লক্ষে সড়কে নিয়মিত রক্ষাণাবেক্ষনের শ্রমঘন কাজে স্থানীয়ভাবে শ্রমিক নিয়োগ করে বছরব্যাপী সড়ক সংস্কার কর্মসুচি গ্রহন করা হয়েছে। এতে এ জেলার ১ হাজার ৭২ জন নারী শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

নির্বাহী প্রকৌশলী জানান, চাঁদপুর জেলায় ৫৭৪১ কি:মি; সড়ক রয়েছে তার মধ্যে ২৫০০ কি:মি: সড়ক পাকা রয়েছে। এ সড়কগুলো সংরক্ষণ করার জন্য সারা জেলায় ভ্রাম্যমান ‘‘মোবাইল মেন্টিন্সেনের মাধ্যমে সড়ক সংস্কার কার্যক্রম’’ শুরু হয়েছে।

ফম/এমএমএ/

গোলাম কিবরিয়া জীবন | ফোকাস মোহনা.কম