করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে নিয়মিত টিকাদানের বাইরে শুধু দুই ধাপের ক্যাম্পেইনে টিকা নিয়েছেন দেড় কোটির বেশি মানুষ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক দিনে টিকা দেওয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে। ৭৫ লাখের লক্ষ্যপূরণে গতকালও চলেছে টিকা দান। এর আগে আগস্টে ছয় দিনে টিকা নিয়েছেন ৫০ লাখ ৭৩ হাজার ৪০ জন মানুষ।
এবারের ক্যাম্পেইনে নারীদের টিকাদানে রেকর্ড তৈরি হয়েছে। পুরুষের তুলনায় নারীরা বেশি টিকা নিয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন পুরুষ টিকা নিয়েছেন, ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন নারী টিকা নিয়েছেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ৩৯ হাজার ১১১ জনকে, ফাইজার দেওয়া হয়েছে ১১ হাজার ২৮৭ জনকে, সিনোফার্ম দেওয়া হয়েছে ৬৫ লাখ ৬৯ হাজার ৭৮২ জনকে, মডার্না দেওয়া হয়েছে ৪ হাজার ৯৪৩ জনকে। টিকা গ্রহীতাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ অক্টোবর।
এ ব্যাপারে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, মঙ্গলবার ক্যাম্পেইনে ৬৭ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল স্বাভাবিক টিকাদানসহ ৮০ লাখ। সে লক্ষ্যমাত্রা অর্জনে আজ সকাল ৯টা থেকে বিশেষ ক্যাম্পেইন চলেছে। আমরা আশা করছি টিকা ক্যাম্পেইনের লক্ষ্য পূরণ করতে পারব।
এর আগে গত ৭-১২ আগস্ট ছয় দিনে ৫০ লাখ ৭৩ হাজার ৪০ জন মানুষকে টিকা দেওয়া হয়েছিল। ৩২ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গণটিকাদান কর্মসূচির আওতায় লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ লাখ ৭৩ হাজার ৪০ জন বেশি মানুষ প্রতিষেধকটি নিয়েছিলেন। টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৬৯ হাজার ৩৪১ এবং নারী ছিলেন ২৩ লাখ ৩ হাজার ৬৯৯ জন। অর্থাৎ পুরুষের টিকা গ্রহণের হার ৫৪ দশমিক ৫৮ শতাংশ এবং নারীদের ৪৫ দশমিক ৪২ শতাংশ।
ফম/এমএমএ/