চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
চতুর্থ ধাপে রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই উপজেলার ২১ ইউনিয়নে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে পৃথকভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান এবং নির্বাচনের খোঁজ খবর নেন জেলা প্রশাসক।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজীগঞ্জে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে একটি ও শাহরাস্তি দুটি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনও পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি কেন্দ্রগুলোতে আসা ভোটারদের সাথেও কথা বলেন। উপস্থিত অনেক ভোটার খুবই শান্তি শৃঙ্খলার মধ্যে ভোট গ্রহণ হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কেন্দ্রে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এদিকে, নির্বাচনে বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রগুলোতে খুবই তৎপর হয়ে দায়িত্ব পালন করতে দেখাগেছে। তবে হাজীগঞ্জের বাকিলায় জালভোট দেয়ায় ৩জনকে কারাদন্ড দিয়েছে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে।
ফম/এমএমএ/