দুঃস্থদের মাঝে আল্লামা রুহুল্লাহ অর্গানাইজেশনের খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে

চাঁদপুর: পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেগম জামে মসজিদের সাবেক খতিব হযরতুল আল্লামা রুহুল্লাহ (রহঃ)-এর নামে প্রতিষ্ঠিত আল্লামা রুহুল্লাহ অর্গানাইজেশনের উদ্যোগে চাঁদপুর শহরে অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

১২ রবিউল আউয়াল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবীর দিনে এই খাবার বিতরণ করা হয়। চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ বাহের খলিশাডুলি মালেকা বানু হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র এবং ৭নং ওয়ার্ডে বড় স্টেশন মাদ্রাসা রোডে অবস্থিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দেড় শ’ শিক্ষার্থীর মাঝে বৃহস্পতিবার দুপুরে এই খাবার বিতরণ করা হয়।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভবঘুরে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে খাবার বিতরণের আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

এখানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, লেখক ও সমাজসেবক মুহাম্মদ হানিফ, স্থানীয় যুবলীগ নেতা মোঃ ওয়াসিম, তরুণ সমাজসেবক সাজ্জাদ মোল্লা, আল্লামা রুহুল্লাহ (রহঃ)’র নাতি কাজী মাহফুজ উল্লাহ, তরিকুল ইসলাম শাহেদ, সিরাজুম মুনির প্রমুখ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ নোমান।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম