দীর্ঘদিনের অপসংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে : শাহজাহান মিয়া

চাঁদপুর সাংস্কৃতিক অঙ্গন ও কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব

চাঁদপুর: চাঁদপুর সংস্কৃত অঙ্গন ও কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ শুক্রবার ( ২০ জুন) চাঁদপুর শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামাতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া ।

তিনি বক্তব্যে বলেন, সংস্কৃতির মাধ্যমে সমাজের সত্য ও ন্যয়ের কথাগুলো তুলি ধরতে হবে। সঠিক সংস্কৃতি চর্চা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। দীর্ঘদিনের অপসংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সাধারণ মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাদের মনের ভাষা বুঝতে হবে। কোন অপসংস্কৃতিকে গুরুত্ব দেওয়া যাবে না।

চাঁদপুর সংস্কৃতি উৎসব উদযাপন পরিষদ এর সমন্বয়কারী মোঃ নুরুল হক কমল প্রধান এর সভাপতিত্বে ও সাংবাদিক এম.আর. ইসলাম বাবুর পরিচালনায় স্বাগত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ আবুল কালাম সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিলশা সাহিত্য সংস্কৃতি সংগঠন এর পরিচালক মোহাম্মদ হোসেন প্রমুখ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম