দিপু মনির নৌকাকে বিপুল ভোটে জয়ী করতে হবে : ড. মোহাম্মদ হাসান খান

চাঁদপুর: চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান বলেছেন, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দিপু মনির নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করতে হবে।
শুক্রবার (৮ ডিসেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন এর পশ্চিম সাপদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ৫ ও ৬ নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, ডা. দিপু মনি আপার প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি ঘরে ঘরে নৌকার উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ। নৌকার বিজয় সুনিশ্চিত।
মতবিনিময় সভায় পবিত্র কুরআন পড়েন প্রভাষক জাহাঙ্গীর হোসাইন।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য আ. গনী গাজী, ৯ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল্লা পাটওয়ারী, সাধারণ সম্পাদক আ. হান্নান মিজি, সহ-সভাপতি জহির তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার খান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর গাজী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নুর মোহাম্মদ মুন্না, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান মুরাদ, যুগ্ম আহবায়ক ইমন হোসেন মিজি, যুগ্ম আহবায়ক কবির হোসেন গাজী, ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদার, ইউপি সদস্য মনির হোসেন শেখ, সেচ্ছাসেবক লীগের নেতা হাসান বেপারী, মাসুদ রায়হান, যুবলীগ সদস্য মনির বেপারী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চানমিয়া পাটওয়ারী প্রমুখ।
উক্ত কেন্দ্র কমিটি মতবিনিময় সভায়, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদারকে কেন্দ্র কমিটির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে ০৬ নং ওয়ার্ড থেকে মো. কামরুল হাসান বাবুকে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম