
শনিবার ( ২৬ শে ফেব্রুআরি ) সকালে দিনাজপুর সুইহারী আশ্রম নিজ বাসভবনে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ও কুমিল্লা সিটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর দিদি শাশুড়ি অন্নদাবালা দেব্যার শ্রাদ্ধকার্য অনুষ্ঠিত হয়।
এতে পুরোহিত্য করেন- সুইহারী আশ্রম এর নিবাসী বিপ্লব চক্রবর্তী ও কৃষ্ণ ব্যানার্জি।
তদুপলক্ষে ২৮ শে ফেব্রুআরি সোমবার ২০২২ দুপুরবেলা দিনাজপুর সুইহারী আশ্রম নিজ বাসভবনে মধ্যাহ্ন ভোজ এর আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে,গত ১৬ ফেব্রুয়ারি বুধবার ২০২২ (৩রা ফাল্গুন ১৪২৮বঙ্গাব্দ) সকাল সাড়ে ১০টায় অন্নদাবালা দেব্যা (৮৫) বার্ধক্যজনিত কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটালের চতুর্থ তলায় মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ইহজগৎ এর মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করিয়াছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। তিনি গর্ভজাত ০৩ ছেলে ও ০৬ মেয়ের মধ্যে মৃত্যুকালে কাজল রাণী মজুমদার, সাজলি রাণী দাস, অঞ্জলী রাণী দাস, মঞ্জু রাণী দাস, শ্যামলী রাণী দাস, স্মৃতি রাণী দাসকে ৬ কন্যা ও ফণিভূষণ দাসকে একমাত্র পুত্র এবং একাধিক পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান।
ফম/এমএমএ/