
— যুবক অনার্য
তুমি ভালোবাসা চাওনি বোলে অবিন্যস্ত ছড়ালে দাহপত্র নিজেরই অজানায়
তুমি আঘাত পোহাতে চেয়ে নিদ্রাহীন জেগে থেকে স্বপ্নকে দুঃস্বপ্নে পোড়ালে তুমুল
চিবুকের কাছে জমে থাকা নিছক শূন্যতা গুপ্ত পালক
আর ঘুমিয়ে থাকা নীলভ বাসনা পড়ে রবে অস্পষ্টতায়
তুমি তবে কোন ইশারায় ডাকবে হে অবলীনা
ভোরের সারস
হৃদয়ের নখরে হৃদয় খুন করে বুঝেছি কী তীব্র হয় ঘৃণার চেয়ে পরাজিত প্রেম- প্রিয় ভালোবাসা
অই মেঘ ঝরাবে যতোটা বৃষ্টিরাত যতোটা নষ্ট পরাগ
মননে মনীষায়
তারও বেশি ঝরাতে পারো তুমি বাসনা তোমার
যদি ভালোবাসা পাই আত্মহননে হবো না তো নিবিড় হন্তারক
আত্মার ঘ্রাণ হবে দীর্ঘ সড়ক- মিছিলে মর্গে অথবা অথৈ মৃত্যুতে
প্রতিটি জন্ম তবু জ্বেলে দেবে রোদের মোড়ক
ভালোবাসা দুঃখী হলে পৌর প্রহরে প্রিয়তম শোকে
লিখে যেতে চেয়েছিলে বিনীত সমন
আমি তাই চিতার অক্ষরে র’চে দিয়ে যাবো সেই হুলিয়া আমার –
রক্তের বিকল্প হবে প্রেম প্রেমের বিকল্প হবে জন্মযোনির আজন্ম অনশন