দাম সমন্বয় ও লোকসান কমাতে জ্বালানির দাম বৃদ্ধি

আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় এবং লোকসানের হাত থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে রক্ষা করতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। দেশের বাজারে জ্বালানি তেলে দাম বৃদ্ধির কারণ হিসেবে এমনই ব্যাখা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (৫ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তামীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থবছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে থাকায় সর্বাধিক ব্যবহৃত ডিজেল এর ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) লোকসানের সম্মুখীন হয়। গত সাড়ে পাঁচ মাসে সর্বাধিক ব্যবহূত ডিজেলের ক্ষেত্রে বিপিসি’র মোট লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ১৪৭ কোটি ৬০ লাখ টাকা। বিপিসি লোকসানে চলে গেলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্থ হবে যা জ্বালানি নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন হতে পারে।

তাই সার্বিক প্রেক্ষাপটে জাতীয় স্বার্থে সরকার ৪ নভেম্বর ২০২১ তারিখে দেশে ডিজেল ও কেরোসিন এর মূল্য পুনঃনির্ধারণ করেছে। যদিও আশেপাশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের মূল্য এখনও কম। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেলে সরকার পুনরায় ডিজেল ও কেরোসিন এর মূল্য সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম