মতলব উত্তর (চাঁদপুর): সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিল এর অ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফায়জানুল হক রিজন। অ্যাডভোকেট ফায়জানুল হক রিজন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিশপুর গ্রামের মরহুম ডা. ওছমান গণি সরকারের নাতি ও প্রবীন শিক্ষক তাফাজ্জল হোসেনের ছোট ছেলে।
আলহাজ্ব ডা. ওছমান গণি সরকার তার দীর্ঘ জীবনে পল্লী চিকিৎসক হয়ে অসংখ্যক বহু মানুষকে সেবা দিয়ে গেছেন।যা তৎকালীন সময় খুবই বিরল ছিল। তার জীবনে প্রায় ৭০ বছর মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন বলে জানা গেছে। অসহায় দরিদ্র মানুষকে তিনি বিনামূল্যে সেবা দিতেন। মানুষের প্রতি ছিল তার অপ্রীতিম শ্রদ্ধা ভালবাসা। সেবা দিতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করতেন।
তেমনি মরহুম ডা. ওছমান গণি সরকারের বড় ছেলে তাফাজ্জল হোসেন। তিনি তার কর্মজীবনে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। মানুষ গড়ার কারিগড় হয়ে গড়েছেন হাজার হাজার ভালো মানুষ। যারা এখনো দেশের প্রান্তে বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন। আবার কেউ দেশের বাইরে থেকেও দেশ সেবায় নিয়োজিত আছেন। তিনি আন্তরিকতার সাথেই শিক্ষকতা পেশায় থেকে শিক্ষাদান করেছেন। তার ছাত্র/ছাত্রীরা অনেক দিন হলেও তাকে ভুলতে পারেনা। অনেকে আবার স্মৃতিচারণও করেন। তারই দ্বিতীয় পুত্র অ্যাডভোকেট ফায়জানুল হক রিজন। তার মাও পরিবার পরিকল্পনা বিভাগে চাকুরী করেন। তিনিও বিভিন্নভাবে সেবা দেন মানুষকে।
এক সাক্ষাতে অ্যাডভোকেট ফায়জানুল হক রিজন বলেন, আমার দাদা মানুষকে খুবই ভালবাসতেন।তার জীবনে মানুষের অনেক সেবা করেছেন। আমার বাবাও শিক্ষকতা পেশায় থেকে মানুষকে আন্তরিকতার সাথে শিক্ষা দান করেছেন। আমি এই পরিবারে জন্মলাভ করে গর্বিত। সকলের দোয়ায় অ্যাডভোকেট হয়েছি। মহান আল্লাহ তায়ালার প্রতি আমি কৃতজ্ঞ।
আমি আমার দাদা ও বাবার মতোই মানুষকে সেবা করতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আমার দাদা ও পিতার মতো মানুষের পাশে থেকে সেবা করতে পারি।
ফম/এমএমএ/