দলে কোন কোন্দল নেই, নৌকার স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে : এমএ কুদ্দুস

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, আমি এই আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে নৌকা দিবেন। না দিলেও কোন আপত্তি নেই, আমার মূল্য লক্ষ হলো আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর ) সকালে সিএসআরএম-ডিবিসি ইলেকশান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এমএ কুদ্দুস আরো বলেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা আওয়ামী লীগে কোন কোন্দল বা বিভক্তি নেই। মাননীয় প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দিবেন, নৌকার স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং নৌকার বিজয় নিশ্চিত করবে। নৌকার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। এই আসনের নেতাকর্মী ও সাধারণ জনগণ সকলে মিলে মিশে একাকার। সবাই চায় আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসুক। কারণ আওয়ামী লীগ সরকার আমাদের যা দিয়েছেন, তা আর কোন সরকার দিতে পারবে না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ টানা তিন বার ক্ষমতায় থাকাতে আমরা অনেক কিছু পেয়েছি। স্বাস্থ্য সেবা উন্নত হয়েছে, শিক্ষাখাতে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, সামাজিক নিরাপত্তা, সবধনের ভাতা সুবিধা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা বৃদ্ধি সহ নানান সুবিধা পেয়েছি। এই মতলবেও ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

এক প্রশ্নের জবাবে এমএ কুদ্দুস বলেন, আমি দীর্ঘ ১৭ বছর ইউপি চেয়ারম্যান ছিলাম, আমার বাবাও চেয়ারম্যান ছিলেন, আমার ছোট ভাই ১০ বছর চেয়ারম্যান ছিল। আমার বড় ভাই মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার অনেক স্বাধীনতার পর থেকে। আমি বর্তমানে উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। সুতরাং আমাদের পরিবার জনসেবার পরিবার। তাই জনসেবায় নিজেদেরকে আরো নিবেদিত করে রাখতে চাই। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিলে এবং আমি এমপি নির্বাচিত হলে জনগণকে আরো কাছে থেকে সেবা করার সুযোগ পাব। সেই সাথে সরকারের ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবো, ইনশাল্লাহ।

ডিবিসি ইলেকশান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দেওয়ার সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধীজন, শিক্ষক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম