দলের বিষয়ে আমরা সকলে এক ও ঐক্যবদ্ধ : মোস্তফা খান সফরী

দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়

বক্তব্য রাখছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা খান সফরী। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর -৩ ( সদর-হাইমচর) আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, আমি ছাত্র জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ কে লালন করে বিএনপির রাজনীতি করছি। ছাত্র জীবনে ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেছি।  জেলা বিএনপি দায়িত্ব শেষে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। ৪০ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার সৌভাগ্য হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব   প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে কাজ করার। দলের শীর্ষ নেতাদের কাছে আমি পরীক্ষিত কর্মী । আমাকে দলের শীর্ষ নেতা থেকে মাঠ পর্যায়ে সকলে চিনেন ও জানেন। আমাকে কেউ পরিচয় করে দিতে হবে না।

শুক্রবার (২০ ডিসেম্বর)  দুপুরে চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাপানিয়া দীঘির পাড় জামে মসজিদ সন্মুখে  স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের সমস্যা নিয়ে কথা বলার জন্য অপেক্ষা করতে হবে না। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি দল আমাকে দলীয় মনোনয়ন দিলে আপনারা আমাকে আপনাদের রায়ে প্রতিনিধি নির্বাচিত করলে, আপনারা যারা আজ  তৃনমুলের জনগণ রয়েছেন, তাদের সাথে  বেগম  খালেদা জিয়া ও তারেক রহমানের মাঝে  সেতু বন্ধন তৈরি করা হবে।

তিনি আরো বলেন, ছাত্র জীবনে জনসেবার ব্রত নিয়ে রাজনীতিতে আসি। কিন্তু সেই সেবাটি ব্যক্তিগত ভাবে হওয়ায় সীমিত। কিন্তু একজন সেবক হিসেবে সরকারের সাথে সংযোগ থাকলে ব্যাপক পরিসরে সেবা করা যায়। তাই আপনাদের একজন সেবক হতে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৩ আসনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং দল আমাকে মনোনয়ন দিলে আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষ প্রতীক কে বিজয়ী করবেন।

বিএনপির এই নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমার আপনার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই অধিকার আদায় করা হয়েছে।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল। এই দলে একটি আসনে যোগ্যতা সম্পূর্ণ একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। আমাদের সকলের খেয়াল রাখতে হবে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। মনে রাখবেন আমরা সকলে একই দলের রাজনীতি করছি। তাই দলের বিষয়ে আমরা সকলে এক ও ঐক্যবদ্ধ। দল যাকে ধানের শীষের প্রতীক দিবে তাঁকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

স্থানীয় ওয়ার্ড বিএনপির  সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা ও হাইকোর্টের আইনজীবী অ্যাডঃ এ এইচ এম আশ্রাফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, যুবদলের নেতা আবু আহমেদ, ছাত্রদল নেতা রাসেল আহমেদ জনি প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় করার পূর্বে তিনি উক্ত এলাকায় দুটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। এরপর হাপানিয়া দীঘির পাড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে আশিকাটি ইউনিয়নের কয়েকটি এলাকায় ঘুরে ঘুরে স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম