দলের দুঃসময়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন এসি মিজান 

মতলব উত্তর (চাঁদপুর): সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
রোববার (১৬ মার্চ) দুপুর বারোটার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে তিনি এই পোস্ট করেন।
তার ফেসবুক আইডি তে পোস্ট করা লেখা হচ্ছে, “আসসালামু আলাইকুম শুভ সকাল। প্রিয় ভাইয়েরা আমি সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে কোন দলেরই রাজনীতি করবো না।
কারণ আমার চরিত্রে দলীয় রাজনীতি মানায় না। আমি দলমত সকল সাধারন জনগনের সাথে থাকতে স্বাছন্দ বোধ করি। বিগত ৩০ বছর মতলবের মানুষের পাশে থেকেছি মহান আল্লাহ তায়ালা যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু করেছি। আমি মানুষের উপকার করতে ভালবাসি। ৩০ বছরে ১জন মানুষকে না বলতে পারি নাই যে দল বা যে গ্রুপই হোক না কেন। আজ থেকে আমার পরিবার শান্তি পাবে। মহান আল্লাহর রহমতে জীবনে কখনও দল বিক্রি করতে হয় নাই। দোয়াকরি তৃনমুলের কর্মীরা ভাল থাকুক। তবে দেশের এই ক্রান্তিলগ্নে আমার মনের কথাগুলি লিখে যাব। দেশকে ও দেশের মানুষকে ভালবাসি। মহান আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন”
মিজানুর রহমান মতলব উত্তরে এসি মিজান নামেই বেশি পরিচিত। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হিসাবেও দায়িত্ব পালন করেন।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের রাজনীতি ছাড়ার বিষয়ে আওয়ামী লীগের একাধিক নেতা জানান তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের দলের পদধারী এবং দলের হয়ে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দল থেকে লাভবান হয়েছেন। মামলায় জড়ানোর ভয়ে দলের দুর্দিনে রাজনীতি থেকে সরে দাড়ানো ঠিক হয়নি।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম