সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে নির্বাহী সদস্য করা হয়েছে।
গত মঙ্গলবার বিএনপির দপ্তর থেকে দলীয় প্যাডে এ সংক্রান্ত এক চিঠি তাকে দেওয়া হয়েছে।
দলীয় সূত্রের দাবি, এহসানুল হক মিলন দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে ‘নিষ্ক্রিয়’ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মনোনয়নবঞ্চিত হন এহসানুল হক মিলন।
এরপর থেকেই দলের হাইকমান্ডের সাথে তার দূরত্ব সৃষ্টি হয় বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে (সৌদি আরব) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে (অস্ট্রেলিয়া) জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।-খবর কালেরকন্ঠ অনলাইন।
ফম/এমএমএ/