দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইছলী আহমদীয়া ঈদগাহ ময়দানে ঈদ জামায়াত

চাঁদপুর:  যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা পালন করছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসল্লিরা এক মাস রোজা পালন শেষে আজ জামাতে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু করেছেন ঈদ উদযাপন।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টা ১৫ মিনিটে চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইছলী আহমদীয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া,পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ওমর পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আবু পাটওয়ারী, সাবেক চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন বেপারী, আরাফাত রহমান কোকো ক্রিড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী, জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক বাদল বেপারী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান পাটওয়ারী, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভুঁইয়া, চাঁদপুর যুব ফাউন্ডেশনের সভাপতি মামুন ভুইয়া, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আ: বারেক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, এলাকার মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্ম-প্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
দোয়া মুনাজাত পরিচালনা করেন সাতানী পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা অলিউর রহমান পাটোয়ারী।
নামাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাতানী পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান, ভূঁইয়া বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, মধ্যে ইছলী পাকা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ উল্লাহ, বেপারী বাড়ি ওসমানীয়া জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন সহ ঈদগাহ আশপাশের জামে মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
ঈদের জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সকল পর্যায়ের মানুষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম