তোমার স্পর্শে

– মোঃ মহসিন হোসাইন।
তুমি দেখেছ কখনো বৃষ্টি,
অঝোর ধারায় ঝরতে?
আমি দেখেছি,
দেখেছি বৃষ্টি অঝোর ধারায় ঝরতে,
তোমার কাজলে আঁকা চোখের পানিতে।
তুমি দেখেছ কখনো আনন্দ,
ফোয়ারার মতো চারদিকে ছড়িয়ে পড়তে
আমি দেখেছি,
দেখেছি আনন্দ ফোয়ারার মতো,
তোমার খিল খিল হাসির ছন্দের মাঝে।
তুমি দেখেছ কখনো আকাশ?
দেখছ আকাশের সীমানা কত বড়?
আমি দেখেছি,
দেখেছি আমি আকাশের সীমানা,
তোমার উদারতার মাঝে।
তুমি দেখেছ কি সমুদ্র?
দেখেছ কি তার গভীরতা কত?
আমি দেখেছি,
দেখেছি আমি সমুদ্রের গভীরতা,
তোমার মনের ঐ গহীনে।
শুনেছ কি কোকিলের গান?
শুনেছ কি তার মিষ্টি মধুর কন্ঠ?
আমি শুনেছি,
শুনেছি আমি কোকিলের গান,
তোমার ঐ মিষ্টি মধুর কন্ঠে।
ছুঁয়েছো কি কখনো মেঘ?
অনুভব করেছ কি তার নরম স্পর্শ?
আমি পেয়েছি,
পেয়েছি আমি নরম স্পর্শ,
তোমার ঐ তুলতুলে দু,গালের ছোঁয়াতে।
তুমি দেখেছ কি কখনো কালো রাত?
রাতের মিশমিশে কাল অন্ধকার?
আমি দেখেছি,
আমি দেখেছি কালো অন্ধকার,
তোমার ঐ বিষন্নতার মুখের ছাপে।
তুমি পেয়েছ কি ফুলের সৌরভ,
অনুভব করেছ কি ফুলের মিষ্টি গন্ধ?
আমি পেয়েছি,
পেয়েছি আমি ফুলের সৌরভ,
তোমার ঐ ভেজা চুলের গন্ধে।
আমি পেয়েছি সবই, দেখেছি সবই,
শুধু তোমার ই মাঝে।
আমার অনুভবে, শয়নে, স্বপনে,
প্রতিটি মুহূর্তে প্রতিটি স্পর্শে,
শুধুই তুমি শুধুই তুমি।

ফোকাস মোহনা.কম