হাজীগঞ্জ (চাঁদপুর): মঙ্গলবার (৩ অক্টোবর ) বিকালে হাজীগঞ্জ উপজেলার পৌর ২ নং ওয়ার্ড, ধেররা লক্ষী নারায়ন পূজামণ্ডপ প্রাঙ্গনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগনের মাঝে অবহিত করন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
সভায় বক্তব্য রাখেন ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কাজী নুরুর রহমান বেলাল, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আহসান উল্লাহ মৃধা, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি, ইঞ্জি. খলেছুর রহমান, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, মকবুল চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি, নূর মোহাম্মদ, ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গাজী অলি উল্লাহ, ৬ নং বড়কূল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ফারুক আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, সহ সভাপতি, কাজী পায়েল, সদস্য সুমন মিয়াজী, হাজীগঞ্জ পৌর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম, হাজীগঞ্জ বাজার অষুধ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি, সুজন সরকার, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা, শাহাজালাল সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক, অঞ্জন দাস সহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
হাজীগঞ্জ পৌর ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নন্দু দুলাল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কিরন মাষ্টার।
ফম/এমএমএ/