তৃণমূলের সর্বোচ্চ ভোট পেলেন মোহনপুর ইউপির নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী কাজী মিজান

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দশানী মোহনপুর স্কুলের সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জনের নাম প্রস্তাব আসে। এরমধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান। উক্ত সভায় মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু সাংবাদিকদের বলেন, আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে দলীয় প্রার্থীর জন্য বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় ৫ জন চেয়ারম্যান প্রার্থীর নাম পেয়েছি। এরমধ্যে রয়েছে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, সাবেক ছাত্রনেতা অ্যাড. সেলিম মিয়া ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহজালাল মাস্টার। এই ৫ জনের মধ্যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে প্রার্থীতা গ্রহন করা হয়েছে। সর্বোচ্চ ২৭ ভোট পেয়েছেন কাজী মিজানুর রহমান, আব্দুল হাই পেয়েছেন ২ ভোট, হুমায়ুন হাওলাদার পেয়েছেন ২ ভোট, অ্যাড. সেলিম মিয়া পেয়েছেন ২ ভোট ও শাহজালাল মাস্টার কোন ভোট পাননি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার বলেন, আমরা ইউনিয়নের সকল তৃণমূল নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে প্রার্থীতা নিয়েছি। তা রেজুলেশন আকারে চলে যাবে উপজেলা ও জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে। সেখান থেকে যাচাই বাছাই করে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিবেন। প্রধানমন্ত্রী যাকেই নৌকা দিবেন আমরা সবাই তার পক্ষ হয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করবো। চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সেলিম মিয়া বলেন, আসন্ন মোহনপুর ইউপি নির্বাচনে ৫ জন প্রার্থীর নাম এসেছে। এরমধ্যে যাকেই মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিবেন, আমরা তার পক্ষেই কাজ করবো। প্রধানমন্ত্রীর সিদ্ধাকেই আমরা প্রাধান্য দিয়ে দলের হয়ে কাজ করবো।

চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান বলেন, আমাকে তৃণমুল নেতাকর্মীরা এত ভালবাসেন তা বুজতে পারিনি। তৃণমূলের নেতাকর্মীরা আমাকে যে ভালবাসা দিলেন আমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। সর্বোচ্চ ২৭ টি ভোট দিয়েছেন। আমি মনে করি নৌকা আমি পেয়ে গেছি, তৃণমূলের মাধ্যমে তা প্রমাণ হলো। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে আমি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবো। আর যদি প্রধানমন্ত্রী অন্য প্রার্থীকে নৌকা তাহলেও আমার কোন আপত্তি নেই, যেই নৌকা পাবে তার বিজয়ের জন্য ঝাঁিপয়ে পড়ে এই মোহনপুর ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ।

বর্ধিত সভায় মোহনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,কেন্দ্রীয় আ’লীগের তথ্য ও ঘবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান উল্লা হাসান, মতলব উত্তর উপজেলা আ’লীগের সদস্য রাধেশ্যাম শাহা বাবু চান্দু, মতলব  উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজালাল মাস্টার, সাবেক ছাত্রনেতা এ্যাড. সেলিম মিয়া, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মানছুরা হাওলাদার, সাধারণ সম্পাদিকা লাভলী বেগম প্রমুখ। মতবিনিময় সভায় মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ৯টি ওয়ার্য়াড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ৪০ জনের মধ্যে ২৭ জনই কাজী মিজানুর রহমানকে নৌকার প্রতীকের চেয়ারম্যন প্রার্থী হিসেবে সমর্থন করেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম