তৃণমূলের সমর্থন পেলেন ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান প্রার্থী সাজেদুল হাসান বাবু বাতেন

মতলব উত্তর (চাঁদপুর): আসন্ন ইউপি নির্বাচন-২০২১ কেন্দ্র চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া মোঃ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার।

ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতুলাল নাগের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য চেয়ারম্যান প্রার্থীর নাম আহ্বান করা হলে বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল এই দুইজনকে প্রার্থী হিসেবে পাওয়া যায়। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, সাজেদুল হাসান বাবু (বাতেন) এর নাম প্রস্তাব করেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন বেপারী। অন্যান্য সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রকাশ্যে সাজেদুল হাসান বাবু (বাতেন)কে আগামী নির্বাচনে নৌকার প্রর্তীকের প্রার্থী হিসেবে সমর্থন করেন। আর সাখাওয়াত হোসেন সরকার মুকুল তিনি তার প্রার্থীতা নিজেই ঘোষনা করেছেন। তার পক্ষে কেউ সমর্থন করেননি।

সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতুলাল নাগ বলেন, আজকের বর্ধিত সভাটি ছিল আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে। আজকের সভায় দুইজনের নাম এসেছে। এরমধ্যে ২০ জন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সাজেদুল হাসান বাবু (বাতেন)কে  সমর্থন করেছেন। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমুল নেতাকর্মীদের দাবী একটাই জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা সাজেদুল হাসান বাবু (বাতেন)কেই আমরা চেয়ারম্যান হিসেবে পেতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দাবী জানাচ্ছি।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম