তিন নদীর মোহনা দর্শনার্থীদের পদাচরণায় মুখোরিত

চাঁদপুর : উৎসবকে ঘিরে সবসময় মুখোরিত হয়ে উঠে চাঁদপুরের তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেড। এবার তার ব্যতিক্রম ঘটেনি। পবিত্র ঈদুল ফিতর এর দিন দুপুর থেকেই দর্শনার্থীদের পদাচরনায় মুখোরিত হয়ে উঠেছে এই পর্যটন এলাকা। আশপাশের জেলা ও চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সী দর্শনার্থীর আগমণ ঘটছে।

চাঁদপুর জেলায় প্রায় ২৮লাখ মানুষের বসাবস। কিন্তু উৎসবকে ঘিরে নিরাপদ এবং মনোরম পরিবেশে গড়ে উঠেনি বড় ধরণের কোন পর্যটন কেন্দ্র। বাণিজ্যিকভাবে ছোট খাট পার্ক তৈরী করা হলেও নিরাপত্তা এবং যাতায়াতের সুযোগ সুবিধা কম। যে কারণে বার বার মানুষ তিন নদীর মোহনায় ছুটে আসে।

পর্যটন এলাকা ঘুরে দেখাগেল, ঈদুল ফিতরের দীর্ঘ বন্ধের কারণে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে এসেছেন। বিশেষ করে তিনটি নদীর মিলনস্থল, নদীর ঢেউ, সকাল, দুপুর ও বিকেলের পরিবেশ প্রতিটি ভ্রমণ পিপাসুকে আকর্ষণ করে। যে কারণে জেলার বাহিরের লোকজন এবারের ঈদে এখানে ছুটে এসেছেন।

এছাড়াও এখানে এসে অনেকেই স্পীড বোট দিয়ে নদী ভ্রমন এবং ট্রলারে করে মেঘনার চরে ঘুরে বেড়াচ্ছেন। মূলত পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীকে কেন্দ্র করে এই স্থানটির গুরুত্ব দর্শনার্থীর কাছে বেড়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম