
চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, বসন্ত ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর বড়স্টেশন মোলহেডের বঙ্গবন্ধু পর্যটন পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, ৬ টি ঋতুর মধ্যে বসন্তকে ঋতুরাজ বলা হয়। আবহাওয়া পরিবর্তনের কারণে এখন ৬ ঋতু বুঝা যায় না। আস্তে আস্তে আমাদের মাঝ থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক বলেন, উম্মুক্ত স্থানে নিয়ে পিঠা নিয়ে আসার কারণ হচ্ছে বেশ কিছু পিঠা আছে যা অনেকেই চিনে না। বাংলার সংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্যেই এ প্রোগ্রামের আয়োজন। আমরা চাই শুদ্ধ সংস্কৃতি। নতুন প্রজন্ম এখন জানেই না সংস্কৃতির বিকাশের ইতিহাস। নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার দিতি সাহা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম মোসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য রূপালী চম্পক প্রমূখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেকে কাটেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জেলা বিভিন্ন সংগঠনের শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং জেলার নারী উদ্যোক্তাদের নিয়ে রকমারি পিঠার স্টলের আয়োজন করা হয়।
গ্রাম বাংলার এরকম পিঠা দেখে অনেকেই স্টলগুলোতে ভিড় করে পিঠা কিনতে দেখা যায়।
ফম/এস.পলাশ/এমএমএ/