
চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের উপর বিএনপির নামধারী লোকেরা জুলুম করেছে, এমন তথ্যও আমাদের কাছে আছে। দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে অনেক নেতকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশই দলের দুর্দিনের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে।
আবার অনেককে সতর্ক করে মাপ করেও দেয়য়া হয়েছে। আজকের পরে আর কাউকে মাপ করা হবে না। বিএনপির নামধারী দলের সাংগঠনিক শৃঙ্খলা লোকেরা বিএনপির নেতাদেরকে না জানিয়ে অতি উৎসাহি হয়ে যদি কেউ কোন অপকর্মের সাথে জড়িয়ে হয়, তার জায়গা জেলখানা। এটা সবাইকে মাথায় রাখতে হবে।
শনিবার (১৫মার্চ) বিকেলে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিল বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা একটা বিষয় দেখলাম, ইদানীং কালে জমি জমার দরবার বেরে গেছে। আমি আবারো বলছি, গত বছরের ৫ আগস্টের আগে আপনারা যে যেই অবস্থায় ছিলেন, আপনারা সেই অবস্থায় থাকবেন। জমি জমা নিয়ে নীতি, আর্থিক ও থানায় গিয়ে তদবির বাণিজ্য যাতে করতে না দেখি। বরং প্রশাসনকে সহযোগিতা করবেন। আপনাদের এলাকায় কোন প্রকার চাঁদাবাজি, মাদক বিক্রি, মাদকের সাথে সম্পৃক্ত, যারা আওয়ামী লীগের দোসর তারা এলাকার মা- বোনদের সাথে কোন রকম অসৎ আচরণ করে, তাহলে সংশ্লিষ্ট ওয়ার্ড বা ইউনিয়ন বিএনপির সভাপতি-সেক্রেটারী কিংবা ইউনিয়ন নেতৃবৃন্দ জড়িত থাকলে উপজেলা কমিটিকে জানাবেন। ওনারা যদি সমাধান করতে না পারেন আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। তারপরও নিজেরা কোন আইন তৈরি করে দলের মধ্যে বিভাজন তৈরি করবেন না।
১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ বাবুল মাল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীর যৌথ পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন পৌর বিএনপির আহবায়ক মোঃ আক্তার হোসেন মাঝি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব এডঃ হারুন অর রশিদ, পৌর বিএনপির সদস্য মোঃ মাইনুল হক জীবন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১৪নং ওয়ার্ড বিএনপি’র প্রধান সমন্বয় মোঃ সালমান শেখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী শাহাদাত, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ খান, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জিন্টু মাল, ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মোবারক পালোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ সহ বিএনপি, যুবদল ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের সহযোগিতবৃন্দ।
সম্মেলনের শেষ পর্যায়ে সভার সম্মতিক্রমে সভাপতি পদে মোঃ বাবুল মাল ও সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক পদে হান্নান বেপারী কে নির্বাচিত করা হয়।
ফম/এমএমএ/