চাঁদপুর: ২০১৪ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় সমাজসেবামূলক সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূত। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার পাশাপাশি সংগঠনটি কাজ করে যাচ্ছে সুন্দর সমাজ বিনির্মাণে।
সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর ডিসেম্বরে নতুন কমিটি গঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ২০২৩ সালের জন্য কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩ সালের কার্যকরী কমিটির সভাপতি পদে ইমরান খাঁন, সাধারণ সম্পাদক পদে ফাহিম আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে রানা দাস নির্বাচিত হয়।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি প্রীতি মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল বাসেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমাইয়া দিদার শিমু, কোষাধ্যক্ষ রিংকি হাওলাদার, দপ্তর সম্পাদক সাদিয়া আফরিন আঁখি, প্রচার সম্পাদক জাহিদ হাসান রিপন, সাংস্কৃতিক সম্পাদক বিধান চন্দ্র ঘোষ এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান অপু।
সোমবার (২ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
ফম/এমএমএ/