তাঁদের নিয়ে অরুণা বিশ্বাসের সিনেমা

অভিনেত্রী, নির্দেশক অরুণা বিশ্বাস প্রথমবারের মতো একটি সিনেমা নির্মাণ করছেন। সরকারি অনুদানে ‘যাত্রা ভিশন’র প্রযোজনায় মানিকগঞ্জের জাবরা গ্রামে এরই মধ্যে ‘অসম্ভব’ সিনেমার ষাট ভাগ কাজ শেষ হয়েছে।

সিনেমার মূল গল্প অরুণা বিশ্বাসের ভাই প্রসূন বিশ্বাস মিঠুর এবং সংলাপ রচনা করেছেন প্রসূন বিশ্বাস মিঠু ও মুজতবা সউদ। সিনেমাটিতে আফজাল চৌধুরী চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত, কাজল চরিত্রে অরুণা বিশ্বাস, তাঁর বিপরীতে সুমন চরিত্রে শতাব্দী ওয়াদুদ, রেখা চরিত্রে সোহানা সাবা, তাঁর বিপরীতে সাগর চরিত্রে গাজী আবদুন নূর, শান্ত চরিত্রে শাহেদ, তাঁর বিপরীতে পুষ্পিতা চরিত্রে স্বাগতা এবং যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎ¯œা বিশ্বাস চরিত্রে জ্যোৎস্না বিশ্বাস নিজেই অভিনয় করছেন।

এ প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘আমরা সবাই একটি পরিবারের মতো হয়েই কাজ করছি। শ্রদ্ধেয় আবুল হায়াত আঙ্কেল তো বললেনই যে, তিনি দীর্ঘদিন পর মনের মতো একটি সিনেমায় কাজ করছেন।’ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত জাবরায় শুটিং চলবে।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম