চাঁদপুর: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ মোঃ আরশাদ মোল্লা।
বুধবার (২৭ অক্টোবর ) সদর উপজেলা নির্বাচন অফিস সুত্রে এই তথ্য জানা গেছে।
১ নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আরশাদ মোল্লা বলেন, আমি এই ওয়ার্ডে বিগত ২৭ বছর জনগনের প্রতিনিধিত্ব করে আসছি।আমি আমার ওয়ার্ড বাসীর কল্যানে বিগত দিনে অনেক কাজ করেছি। কাজের উৎসাহ স্বরুপ পেয়েছি ওয়ার্ড বাসীর ভালোবাসা।যার প্রমান হিসাবে আমার ওয়ার্ড থেকে কোন প্রার্থী এই নির্বাচনে অংশ গ্রহন করেনি।আমার ওয়ার্ড বাসীর এই সম্মান ও ভালোবাসা তাদের প্রতি আমার কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিলেন।তাদের আন্তরিকার ও ভালোবাসার কারনেই আমি এই নির্বাচনে ৫ বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি।
তিনি আরও বলেন যারা আমাকে এই নির্বাচনে একক প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি।আমি আগামী দিনে সকলকে নিয়ে আমার ওয়ার্ডের উন্নয়ন কাজ করে যাবো।
ফম/এমএমএ/