চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তরপুরচন্ডী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বাঁশিস্কুল মাঠে বিনা মূল্যে কৃষকের মাঝে সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব এডঃ হারুন অর রশিদ।
এসময় তিনি বলেন কৃষক বাচঁলে,দেশ বাঁচবে।কৃষকরা ভালো থাকলে আমরা ভালো থাকবো।দেশে খাদ্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক ভাইদের ভূমিকা অনেক বেশি।বিএনপি সবসময় এদেশের কৃষকদের পাশে ছিলো,আছে এবং ভবিষ্যতে ও থাকবে।
তিনি আরও বলেন কৃষকরা উপস্থিত হয়েছেন সার নেওয়ার জন্য।বিএনপি বর্তমানে ক্ষমতায় নেই কিন্তু আমাদের নেতা মানিক ভাই আপনাদের জন্য সার পাঠিয়েছেন।আপনারা মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন।আমরা শহীদ প্রেসিন্ডেন্ট জিয়াউর রহমানের দল করি, কিন্তু যারা অত্যাচারি তারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন,আজ তারা পলাতক,গৃহহীন।
সার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সদস্য সচিব এড :জাহাঙ্গীর খান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সদস্য কাজী জাহাঙ্গীর আলম মিন্টু,তরপুর চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিয়াজী।থানা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এড আলম খান মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক ও তরপুরচন্ডী ইউনিয়নে সার বিতরণের সমন্বয়কারী মোঃ মোজাম্মেল খান ও ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জি এম জহির রায়হান। ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থপনায় ২০০ জন কৃষকের মাঝে সুষ্ঠু ভাবে সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সিরাজ খান ও সাধারণ সম্পাদক হামিস খান সার বিতরণ কার্যক্রম মনিটরিং করেন।সার বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি,যুবদল, সেচ্ছাসেবকদল,কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলো।
ফম/এমএমএ/