
চাঁদপুর: চলতি অর্থ বছরে ‘ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা ‘শীষক প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তরপুরচন্ডি ইউনিয়নের আব্দুল আউয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক মামুন অর রশিদ চৌধুরী, সহকারী প্রকল্প পরিচালক সুলতান মাহমুদ, মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক ফখরুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, জেলা মৎস্যজীবিলীগে সভাপতি মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান, দৈনিক চাঁদপুর খবরের বিশেষ প্রতিনিধি ইব্রাহিম খান।
তরপুরচন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোরশেদ আলম কবিরের সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম শামীমের পরিচালনায় জেলেদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল্লাহ মিজি ও কুদ্দুস ঢালী।
সভায় অতিথি বৃন্দ বলেন,এই দুই মাস শুধু আপনারা মাছ ধরা থেকে বিরত থাকেন। সরকার কিন্তু আপনাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সুযোগ সূবিধা দেওয়ান চেষ্টা করে যাচ্ছে। আমরা চাই আপনারা সরকারি আইন মেনে চলুন। এসময় অতিথি বৃন্দ কারেন্ট জালের ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
জেলেরা বলেন, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী নদীতে নামবো না। কিন্তু আমারা যাতে আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারি আপনারা সেই ব্যবস্থা করে দেন।
ফম/এমএমএ/